ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদারাসার ছাত্রের মৃত্যু হয়েছে। ওই ছাত্রের নাম এমদাদুল হক বাবু (১৪)। সে নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার সাজু মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার উপজেলার হরষপুর ইউনিয়নের পাঁচগাও হাফিজুল উলুম মাদারাসার আবাসিক ছাত্র এমদাদুল হক বাবু পার্শ্ববর্তী আব্দুর রশিদের বাড়িতে কাঁঠাল পেড়ে দিতে গাছে ওঠে। তখন সে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, মাদারাসার লোকজন কাউকে না জানিয়ে লাশ নিহতের বাড়িতে পৌঁছে দেন। এলাকার লোকজন থেকে খবর পেয়ে মাদারাসার কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ