বগুড়ার শেরপুর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মন্টু মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। শুক্রবার মধ্যরাতে তাকে গ্রেফতারের পর শেরপুর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গত ১৫ জুন শেরপুর উপজেলার আমিনপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মন্টু মিয়া একই এলাকার জনৈক গৃহবধূকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ওই গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে।
এ ঘটনা জানাজানি হওয়ায় মন্টু মিয়া নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গত ১৬ জুন জেলার শেরপুর থানায় মন্টু মিয়াকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। র্যাব বগুড়া ক্যাম্পেও একটি অভিযোগ দেয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব সদস্যরা অভিযুক্ত মন্টু মিয়াকে গ্রেফতারে অভিযান চালায়। অভিযানে শুক্রবার রাত ১১টায় শেরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, অভিযুক্ত ধর্ষক মন্টু মিয়াকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণে শেরপুর থানায় প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর