সারাদেশের সাথে মিল রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষরোপন অভিযান পালন করেছে।
আজ বুধবার সকাল নয়টার পৌরশহরের গড়কান্দা এলাকায় ‘১২ আনসার ব্যাটালিয়নের’ সদর দপ্তরের নিজস্ব জমিতে একশত ফলজ, বনজ ও ভেষজ চারা রোপন করা হয় ।
১২ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমরোজ খালেদ চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
ইমরোজ খালেদ বলেন, এই ব্যাটালিয়নের যে পরিমাণে খালি যায়গা আছে আমরা কোন জায়গা খালি রাখবো না। পর্যায়ক্রমে সকল ধরনের গাছের চারা রোপন করবো। এর আগেও আমরা তালের চারা রোপন করেছি।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার মো.আমির হোসেনসহ ব্যাটালিয়নের বিভিন্ন পদবির সদস্যরা।
বিডি প্রতিদিন/নাজমুল