মেহেরপুর সদর উপজেলার গোপালপুর রামনগর গ্রামে আব্দুর রহিম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে তার ঘরে লাশ পাওয়া যায়। আব্দুর রহিম মেহেরপুর সরকারী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ও সৌদি প্রবাসী খায়রুল ইসলামের ছেলে।
নিহতের নানা বলেন, রহিম বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলো। কিন্তু তার শরীরিক অসুস্থতার জন্য বিদেশে যেতে পারেনি। তবে তিনি জানান, পরিবারিক কোন অশান্তি নেই। দোতালার দুটি ঘরে তারা তিন মা পুতে বসবাস করতে। গত রাতে তার এক বন্ধুকে নিয়ে রাতের খাবার খেয়েছে। রাত ১২টা পর্যন্ত সেই বন্ধুর সাথে গল্পও করেছে তার পর সেই বন্ধু চলে গেলে বাড়ির সবাই শুয়ে পরে। ভোর বেলায় রহিমের মা তার ঘরে ঢুকে রহিমকে ডাকতে যেয়ে তার মরদেহ দেখে চিৎকার করে জ্ঞান হারায়। আমরা তার মার চিৎকারে ঘরে যেয়ে রহিমের লশ উদ্ধার করি। পরে মেহেরপুর সদর থানাকে খবর দিলে মেহেরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে।
মেহেরপুর সদর থানার এস আই খায়ের বলেন, লাশের সুরতহাল রিপোর্ট নেওয়া হয়েছে। পরিবারের লোকজনের সাথেও কথা বলা হয়েছে। সবকিছু মিলিয়ে প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ