লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী তাহসিন নিহাদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কেরোয়া ইউপির দক্ষিন কেরোয়া গ্রামের আরমান গাজি হাজি বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত শিশু নিহাদ একই গ্রামের ক্ষুদ্র ভ্রাম্যমান তরকারি বিক্রেতা নুর নবির ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে নিহাদ বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুর থেকে সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় নিহাদকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানা পুলিশ।
বিডি-প্রতিদিন/আব্দুলাহ