কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ৩শ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ(৩৫) নামে এক ব্যক্তি আটক করা হয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জুলাই) ভোরে সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া কবরস্থানের পার্শ্বে তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপরে আটক নুর মোহাম্মদের কাছ থেকে ৩ হাজার ২শ ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া কবরস্থানের পার্শ্বে তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপরে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম রউফ বুলবুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় আটক আসামির কাছ থেকে ৩ হাজার ২শ পিস ইয়াবাসহ টেকনাফ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে নুর মোহাম্মদকে (৩৫) আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল