ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে চারটি প্রাইভেটাকার। তবে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসাআই) উৎপল দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যরাতে মাওয়া থেকে ঢাকার অভিমুখে যাচ্ছিল কাভার্ডভ্যানটি। পথে ধলেশ্বরী টোলপ্লাজা পার করলে বিপরীত মাওয়ামুখী একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকারটির পেছনে এক সিরিয়ালে থাকা আরও তিনটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। দুমড়েমুচড়ে যায় সবগুলো প্রাইভেটকার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন