ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে গরীব ও অসহায় মানুষের মাঝে এসব চাল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহন।
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এম আর ইসলাম রফিকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. লুৎফর রহমান, এমদাদুল হক এমদাদ, মাহফুজার রহমান বোল্লা, হাফিজার রহমান মনি প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দুখী মানুষ আমাদের বোঝা নয়, সম্পদ। সঠিকভাবে মূল্যায়ন করা গেলে তারাও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এদেরকে অবহেলার চোখে না দেখে পাশে এসে দাঁড়াতে হবে। সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের এসব মানুষের ভাগ্য উন্নয়নে পাশে দাঁড়ানোর প্রয়োজন।
বিডি প্রতিদিন/ফারজানা