কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার ঘটনায় প্রতিবাদ সভা করেছে চুয়াডাঙ্গা প্রেস ক্লাব। সভায় দোষীদের দ্রুততম সময়ে আটক করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। শুক্রবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল আমিন। ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচির সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সনি প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনায় সাংবাদিক সমাজ চিন্তিত। এ ধরনের হত্যা কখনই কাম্য নয়। পূর্বে সংঘটিত সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার হলে সাংবাদিকরা নিরাপত্তাহীনতা অনুভব করতো না। অপরাধীরাও অপরাধ করতে পিছপা হতো।
তারা বলেন, অবিলম্বে সাংবাদিক রুবেল হত্যার প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা