ঢাকা মুখী গাড়িতে ভিড় নেই বললেই চলে। অধিকাংশ পরিবহন ১০-১২ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। ঢাকাগামী হানিফ পরিবহনে মাত্র পাঁচ জন যাত্রী দেখা যায় শুক্রবার দুপুর ১২টার দিকে ভাঙ্গা বগাইল টোল প্লাজায়। একই সময় ফরিদপুর থেকে ঢাকা গামী পরিবহনে ১০-১২ জন যাত্রী দেখা যায়। আরো একটি পরিবহনে একজন যাত্রীও দেখা যায়নি।
ওই গাড়ির সুপারভাইজার জানান, যাত্রী না হলেও সমস্যা নেই আমাদের মূল উদ্দেশ্য ঢাকা থেকে যাত্রী আনা।
বিডি প্রতিদিন/এএ