রংপুর কালেক্টরেট ঈদগাহে এবারে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্টিত হবে রবিবার সকাল ৮টায়। রংপুর পুলিশ লাইন্স মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। কামাল কাছনা বড় জমে মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে সাড়ে ৭টায়। প্রধান জামাতে ইমামতি করবেন নগরীর জলকর জামে মসজিদের ইমাম মুফতি কাওসার আহমেদ। প্রধান জামাতের সাথে সংগতি রেখে জেলার অন্যান্য স্থান ও উপজেলায় ঈদের জামাত সকাল ৮ থেকে ১০টায় অনুষ্ঠিত হবে।
ঈদ উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ঈদ জামাতে প্রাণঘাতি করোনা মহামারির এ বৈশ্বিক মহাবিপদ থেকে মুক্তি লাভসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। ঈদ উপলেক্ষে সিটি করপোরেশন নগরীর সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সজ্জিত করবে। এবারে ঈদ উপলক্ষে কোন আলোকসজ্জা করা হবে না । এছাড়া হাসপাতাল-এতিমখানা, কারাগার ও শিশু পরিবার ও এতিমখানাগুলোতে বিশেষ খাবার পরিবেশন হবে।
বিডি প্রতিদিন/এএ