বাগেরহাটের মোরেলগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে হান্নান হাওলাদার (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে ঘষিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে হান্নানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। হান্নান বরগুনা জেলার বড় পাথরঘাটা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
জানা গেছে, এক বছর আগে ঘষিয়াখালী গ্রামের ফিরোজ খলিফার মেয়ে আফরোজা আক্তারের সাথে বিয়ে হয় হান্নানের। প্রায় ৩ মাসে আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।
বুধবার রাতে হান্নান ওই বাড়িতে গিয়ে সিঁধ কেটে ঘরে ঢুকে আফরোজাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করে। এসময় ঘরের অন্যদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা হান্নানকে ধরে ফেলে।
এ বিষয়ে মোরেলগঞ্জে থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এমআই