দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন হাসিনা খাতুন (৬০)। ছয় মাস আগে স্বামীর মৃত্যু হলে আরো মানসিকভাবে ভেঙে পড়েন। শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে রবিবার রাতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। নিজ বাড়ির রান্না ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
নিহতের বাড়ি শহরের দোয়ারপাড় এলাকার দরি মাগুরা কারিকর পাড়ায়। সে মৃত নওশের আলী শিকদারের স্ত্রী।
নিহতের বড় মেয়ে রূপালী খাতুন বলেন, মা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। এর আগেও একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেছে। সর্বশেষ জানুয়ারি মাসে বাবা মারা যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে মা। আজ রাতে তাকে কোথাও খুঁজে না পাওয়ায় অনেক খোঁজা খুঁজির পর রান্না ঘরের দরজা বন্ধ দেখে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় মাকে পাওয়া যায়। উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার এহসানুল হক মাসুম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতালের দায়িত্বে থাকা এসআই আশরাফ বলেন, পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী হাসিনা বেগম দীর্ঘদিন অসুস্থতার কারণে আত্মহত্যা করেছে। তবে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন