বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠি এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর সীমানা ব্রিজের খালের পাড় থেকে সায়েম (২২) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ জুন) সকাল ৯টার দিকে জমিতে কাজ করতে গিয়ে কৃষকরা দেশান্তরকাঠি আর মহেশপুর খালের ব্রিজের দক্ষিণ পাড়ে মহেশপুর অংশে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহত যুবকের বাড়ি বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠি গ্রামের সর্দার পাড়ায়। তার বাবা সৈয়দ আলী সর্দার ও এক ভাই সৌদি প্রবাসী।
বিবিচিনি ইউপি চেয়ারম্যান নওয়ার হোসেন (নয়ন) বাংলাদেশ প্রতিদিনকে জানান, নিহত সায়েম ৮ম শ্রেণি পাশ। কয়েক মাস পরে তারও বাবার কাছে সৌদিতে চলে যাওয়ার কথা ছিলো।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিহত যুবকের বাড়ি বিবিচিনির দেশান্তরকাঠি গ্রামে। খবর পেয়ে আমাদের অফিসার গিয়ে জানতে পারে ঘটনাস্থল বাকেরগঞ্জ থানার মধ্য। বাকেরগঞ্জ থানা পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল