ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানের মালিককে গুলি করে ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার রাতে ভালুকা মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। দোকান মালিকের বড় ভাই কৃষ্ণ চন্দ্র কর্মকার বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে এ মামলা করেন। মামলা নম্বর ৪০।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন ৪-৫ জনের একটি ডাকাতদল একটি প্রাইভেটকারে এসে ককটেল ফাটিয়ে বাদীর ভাই অধীর চন্দ্র কর্মকারকে গুলি করে ও মাথায় আঘাত করে নগদ ৬০ হাজার টাকাসহ ৩০-৪০ ভরি স্বর্ণাঙ্কার লুট করে নিয়ে যায়।
এদিকে, অধীর চন্দ্র কর্মকারকে বৃহস্পতিবার দুপুরে অপারেশন করে একটি পিস্তলের গুলি বের করা হয়েছে। অপারেশনের পর থেকে অধীর চন্দ্র কর্মকারকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশের পাশাপাশি সিআইডি, পিআইবি, র্যাব ও ডিবিসহ আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ছায়া তদন্ত করছেন। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, আমরা ঘটনাটির খুবই কাছাকাছি চলে গেছি। আসামি গ্রেফতারে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/শফিক