জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। শুক্রবার পাঁচবিবি উপজেলার বটতলী এলাকায় এবং সোনামুখি ইউনিয়নের ভদ্রকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বটতলী এলাকায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ইজিবাইকের চালকসহ দু’জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরো এক শিশু আহত হয়েছেন। শুক্রবার দুপুরে পাঁচবিবি-হিলি সড়কের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব।
নিহতরা হলেন উপজেলার খাসবাট্টা গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে ইলিয়াস হোসেন (৭০) ও শিমুলতলী গ্রামের ওপেন হাওলাদারের ছেলে ইজিবাইকের চালক জিতেন হাওলাদার (৬০)। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব এ খবর নিশ্চিত করেছেন। অপরদিকে, আক্কেলপুরে মাটি বোঝাই ট্রাক্টর (মেসি) উল্টে ঘটনাস্থলে রায়হান হোসেন (২৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনা উপজেলার সোনামুখি ইউনিয়নের ভদ্রকালী গ্রামের রাস্তায় ঘটেছে।
নিহত চালক রায়হান হোসেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভেরেন্ডী গ্রামের আমিন হোসেনের ছেলে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দীক জানান, শুক্রবার দুপুরে উপজেলার সোনামুখি ইউনিয়নের ভদ্রকালী গ্রামে তুলসীগঙ্গা নদী সংস্কারের মাটি অন্যত্র নিয়ে যাওয়ার জন্য শ্রমিকরা ট্রাক্টরে তোলেন। এ সময় ট্রাক্টরের ইঞ্জিন চালু করে সামনের দিকে যেতে থাকলে তখন ইঞ্জিন উপরের দিকে উঠে উল্টে যায়। এতে চালক রায়হান ইঞ্জিনের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।
বিডি-প্রতিদিন/শফিক