পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নাহিয়ান মাহাদী নাফী (১৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নাফী ঢাকার বংশাল থানার হাজী আব্দুল নাজিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে তিনি স্বজনদের সঙ্গে জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায় নাফীকে না দেখে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধাঘণ্টা পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, নাফী সাঁতার জানতো না বলে তার স্বজনরা জানিয়েছেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ