বাগেরহাটের মোরেলগঞ্জে দেড় কেঁজি গাঁজাসহ এক সাবেক মেম্বার ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পায়লাতলা গ্রামের মো. অলিউর রহমান হাওলাদার (৫৮) ও তার ছেলে আরিফ হোসেন মিঠুকে(২৮) পুলিশ গাঁজাসহ গ্রেফতার করে। অলিউর রহমান বারইখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মাদক বিক্রেতা অলিউর ও তার ছেলে নিজ বাড়িতে গাঁজার একটি চালান নিয়ে হাতবদলের অপেক্ষায় রয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল অভিযান চালায়। এ সময় অলিউর ও তার ছেলে হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন