ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে নৌ ভ্রমণে গিয়ে গান বাজিয়ে নাচ ও আনন্দ উল্লাস করার সময় হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হন সদ্য কুয়েত থেকে দেশে ফেরত রাব্বিা হোসেন (২৪)। শুক্রবার রাত ৯টার দিকে ধামরাই সদর ইউনিয়নের কাকরান ব্রিজের নিচে প্রবল স্রোতে নিখোঁজ হন তিনি। শনিবার সকাল ১০টায় এ রির্পোট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।
রাব্বিা হোসেন ধামরাই পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের হুমায়ন হোসেনের ছেলে। তার বাড়িতে এখন শোকের মাতম চলছে।
জানা গেছে, ধামরাই পৌর এলাকার কয়েকজন মিলে শুক্রবার বংশী নদীতে ভ্রমণে বের হন। ভ্রমণের শেষ পর্যায়ে গান বাজনা আনন্দ উল্লাস চলছিল তাদের। হঠাৎ করেই ধামরাইয়ের সদরের কাকরান ব্রিজের নিচে প্রবল স্রোতের কাছে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন রাব্বিা হোসেন। তখন তাকে স্থানীয় লোকজন ও ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুজি করেন। কিন্তু তাকে উদ্ধার করতে পারেননি।
ধামরাই ফায়ার স্টেশনের ইনচার্জ সোহেল রানা জানান, শনিবার সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা থেকে ৫ সদস্যের একটি ডুবুরি দল নিখোঁজের উদ্ধার কাজ চালাচ্ছে। যেখানে রাব্বি হোসেন নিখোঁজ হয়েছেন ওই স্থানে ব্যাপক স্রোত। আমরা রাত অনেক চেষ্টা করেছি কিন্তু নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে পারিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ