গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুব তার অফিস কক্ষে মাসব্যাপী কালো ব্যাচ ধারণ কর্মসূচির উদ্বোধন করেন।এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানান ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি সকলকে শোকের মাস আগস্ট যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালনের আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন ও প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মোঃ নাছিরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ, ছাত্র কল্যাণ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ শরাফত আলী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোঃ রাশেদুজ্জামান, শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ এমদাদুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ