কক্সবাজারের পেকুয়ায় মা-বাবার সাথে অভিমান করে গলায় রশি পেঁচিয়ে আরজু বেগম (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের তিনঘর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরজু বেগম (১৭) একই এলাকার ফয়েজ আহমদের কন্যা।
স্থানীয় ইউপির সাবেক সদস্য জাহেরুল ইসলাম বলেন, দুপুরে আরজু বেগমের বাবা ফয়েজ আহমদ ও তার স্ত্রী জোৎস্না আক্তারের মধ্যে ঝগড়া হয়। বিকেলে কিশোরীর বাবা বাজারে এবং মা পাশের একটি বাড়িতে যায়। এ সময় আরজু বাড়িতে একা ছিল। কোনো এক সময় সে ঘরের ছালার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন এসে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ধারনা করা হচ্ছে, মা-বাবার সাথে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তাজউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল