৮ আগস্ট, ২০২২ ২০:০১

সর্বগ্রাসী এই সঙ্কটের জন্য সরকারই দায়ী : এমরান সালেহ

অনলাইন ডেস্ক

সর্বগ্রাসী এই সঙ্কটের জন্য সরকারই দায়ী : এমরান সালেহ

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এমরান সালেহ প্রিন্স

দেশে চলমান সর্বগ্রাসী সঙ্কটের দায় আওয়ামী লীগ সরকারের উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের ব্যর্থতা, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার, ভুল ও অপরিণামদর্শী সিদ্ধান্ত এবং জবাবদিহিতাহীন ও কর্তৃত্ববাদী দুঃশাসন এই সঙ্কট ডেকে এনেছে। সর্বগ্রাসী এই সঙ্কটের জন্য সরকারই দায়ী।

সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাপলা বাজারে সদর ইউনিয়ন তাঁতীদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমরান সালেহ। 

সম্মেলনে এমরান সালেহ বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যখন নিম্নমুখী তখন
দুর্নীতি, লুটপাটকে জায়েজ করতে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করেছে সরকার। একই সাথে সমান তালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। জনগণের আয় সঙ্কুচিত হয়ে গেছে। 

তিনি আরও বলেন, দুর্নীতি, লুটপাট সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। শুধু মেগা প্রজেক্ট নয়, গ্রাম-গঞ্জের ছোট ছোট প্রজেক্টেও চলছে হরিলুট।

বিএনপির এই নেতা বলেন, এই গণবিরোধী সরকার ক্ষমতায় থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে।সরকার পরিস্থিতির দায় স্বীকার করে পদত্যাগ না করলে দায়-দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

হারুন অর রশিদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আকিকুল ইসলাম।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর