কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মদিন উদযাপন করতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেল তিন বন্ধুর। বুধবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ছুফুয়া গ্রামের মদিনা গাড়ির চালক হাসেমের ছেলে লিমন, বদরপুর মধ্যপাড়ার আব্দুল গফুরের ছেলে রাজ্জাক ওরফে সজিব, দুর্গাপুর মজুমদার বাড়ি এলাকার হানিফ মিয়ার ছেলে সিফাত।
এ খবর নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এ কে এম মনজুরুল হক আকন্দ।
তিনি জানান, একটি গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা তিন বন্ধু মারা গেছেন। তারা ছুফুয়া মাদ্রাসার আলিমের ছাত্র ছিলেন। দুর্ঘটনাকবলিত অটোরিকশাতে জন্মদিনের কেক পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা কোনো বন্ধুর জন্মদিন উদযাপনের উদ্দেশে যাচ্ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ