১৮ আগস্ট, ২০২২ ১৮:৪১

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় সোনাতলার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। 

বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান শ্যামল সিআইপি'র সভাপিতত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ উত্তর আমেরিকা শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বৃহত্তর বগুড়া সমিতির সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক।

মুজিবুর রহমান মজনু বলেন, বঙ্গবন্ধ পাকিস্থানের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও বলেছিলেন আমি আমার দেশের মানুষের সাথে বেঈমানি করতে পারবো না। বঙ্গবন্ধু যা করেছেন বাঙালি জাতির জন্য করেছেন, নিজের জন্য কিছু করেননি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন।

রাগেবুল আহসান রিপু বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে হত্যাকারীরা ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করেছেন। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা নয়, তিনি সমগ্র জাতির নেতা। যে যেই দলই সমর্থম করুন, বঙ্গবন্ধুকে সম্মান করুন। তিনি এ দেশ স্বাধীন করেছেন।

ম. আব্দুর রাজ্জাক বলেন, মুজিব মানে শক্তি, মুজিব মানেই মুক্তি। বঙ্গবন্ধুকে স্ব পরিবারে হত্যার পিছনে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করা হচ্ছে। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু বেশি শক্তিশালী। বঙ্গবন্ধু হত্যার বিচার যেন দ্রুত বাংলার মাটিতে হয় সেই দাবি করছি। 

বৃহত্তর বগুড়া সমিতির কার্যকরী সদস্য আব্দুর রউফ খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বৃহত্তর বগুড়া সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এএফএম জিন্নাতুল ইসলাম তপন, বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য আাহসানুল হক মিনু, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড, মিনাহাদুজ্জান লিটন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার রহমান টিটো, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মেহেদী হাসান রবিন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুর রাজ্জাক তিতাস, সাংগঠনিক সম্পাদক সুলতান মন্ডল সজল, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, সারিয়াকান্দি কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুজ্জামান।

বিডি প্রিতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর