দিনাজপুরের খানসামায় চুলার আগুনে পুড়ল গবাদি পশুসহ ১১টি ঘর। শুক্রবার দিবাগত রাতে খানসামা উজেলার ভাবকী ইউপির দেউলগাঁও গ্রামে চুলার আগুনে পুড়ে গরুসহ ১১টি ঘর সম্পূর্ণরুপে ভস্মিভূত হয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশন ও স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাতে খড়ির চুলার আগুন থেকে রান্নাঘরে অগ্নিকাণ্ডের শুরু হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে ৭টি পরিবারের ৩টি গোয়ালঘর, ৩টি রান্নাঘর, ৩টি শয়নকক্ষ, ২টি খড়িঘর ও ১টি গরু পুড়ে যায়।
খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্য ও এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দেন জনপ্রতিনিধি, প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে নগদ টাকা উদ্ধার এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/এএম