নিজ খামারের জন্য গরু কিনতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন দিনাজপুরের বিরলের হুরে আলম নামে এক ইউপি সদস্য। নিহত নুরে আলম ওরফে হুরে আলম (২৮) বিরল উপজেলার ভান্ডরা ইউপি’র ৫নং ওয়ার্ডের সদস্য এবং একই ইউপি’র বালান্দোর জলপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
গত শুক্রবার ট্রাকের ধাক্কায় গরুবহনকারী ভটভটিটি উল্টে ভটভটির নিচে চাপা পরে ইউপি সদস্য নুরে আলম ওরফে হুরে আলম। পরে শনিবার দুপুরে দিনাজপুর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
জানা যায়, ইউপি সদস্য নুরে আলম ওরফে হুরে আলম গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে জেলার চিরিরবন্দর উপজেলার আমবাড়ী হাট থেকে নিজ খামারের জন্য একটি গুরু কিনে নিয়ে ইঞ্জিন চালিত ভটভটি যোগে বাড়ি ফিরছিল। গরু বহনকারী ভটভটিটি মহনপুর ব্রিজের নিকট পৌঁছলে সাইড দিতে গিয়ে ট্রাকের ধাক্কায় ভটভটিটি উল্টে যায়। এতে ভটভটির নিচে চাপা পরে ইউপি সদস্য নুরে আলম ওরফে হুরে আলম। স্থানীয়রা তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শনিবার দুপুরে স্থানান্তর করা হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিরলের ভান্ডারা ইউপি চেয়ারম্যান মামনুর রশীদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম