বাগেরহাটের রামপাল উপজেলায় তাঁতী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে রামপাল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. নাজমুল হাসান সোহাগের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তৃতা রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা আব্দুর রউফ, বাগেরহাট জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী, রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন, বাগেরহাট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ফকির ইফতেখার রানা, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক বিভাষ চন্দ্র হালদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সায়রা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমূখ।
আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকদের গুলিতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল