টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন।
আজ শনিবার দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মো. রশিদুল আলম ও সদস্য সচিব মৃণাল কান্তি দাস এমপি-এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় বাসন্তী চাকমা এমপি, শফি আহম্মেদ, খালেদ খোকন, শমি কায়সার, লাভলী বেগম, আব্দুল হক ও রিয়াজ বাবু প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর