নোয়াখালীর হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরও এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে এমভি সিরাজ নামে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলে বেলাল হোসেনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।
শনিবার দুপুরে দমার চরের দক্ষিণে সাগরে ভাসমান অবস্থায় স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করে। এনিয়ে তিন জেলের মরদেহ উদ্ধার হলো।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গপোসাগরে মাছ ধরে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে জেলেসহ ১৬ মাঝি মাল্লা ট্রলার উল্টে সাগরে পড়ে যায়। এদের ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল