ফেনীতে নাট্যচার্য সেলিম আল দীনের ৭৩ তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় 'ঊষা উৎসব ২০২২'। শনিবার ফেনী শহরের রাজাঝির দীঘির পাড়স্থ নবীনচন্দ্র সেন কালচার সেন্টারে নাট্যচার্য সেলিম আল দীন চর্চাকেন্দ্র ফেনীর আয়োজনে এ উৎসবটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অ্যাড রাশেদ মাযহারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান।
বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজি প্রমুখ। দিবসটি উপলক্ষে সকাল থেকে নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, প্রামান্য চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণের মাধ্যমে ঊষা উৎসব ২০২২ সমাপ্ত ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল