২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি এবং বর্বরোচিত হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবিতে মাগুরায় বিক্ষোভ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ র্যালি সেগুণ বাগিচায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইফুজ্জামান শিখর এমপি।
বিশেষ অতিথি ছিলেন ড. বীরেন শিকদার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগ নেতা মুন্সী রেজাউল ইসলাম, সৈয়দ শরিফুল ইসলাম, শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুর আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ