দিনাজপুর জেলায় হিন্দু আইন, পূজা পদ্ধতি বিষয়ে পুরোহিত ও সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
মঙ্গলবার সকাল ১১টায় শহরের বালুবাড়ীস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে ‘ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে ২৫ জন পুরোহিত ও সেবাইত অংশগ্রহণ করেন।
দিনাজপুর পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ কার্যক্রমের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) সিধেন চন্দ্র সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম দিনাজপুরের সহকারি পরিচালক মো.মশিউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী,পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ কার্যক্রমের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) শংকর কুমার দাস।
আয়োজকরা জানান, ৯ দিনব্যাপী প্রশিক্ষণে হিন্দু আইন, পূজা পদ্ধতি ও খাদ্য-পুষ্টি এবং স্বাস্থ্যসেবা বিষয়ে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ প্রদান করবেন দিনাজপুর ব্রাহ্মন কল্যাণ সংসদের সভাপতি সুনীল চক্রবর্তী, পুরোহিত মনি চট্টোপাধ্যায় ও কৃষ্ণ কুমার বর্মা। এছাড়া হিন্দু আইন বিষয়ে প্রশাসনের কর্মকর্তা প্রশিক্ষণ প্রদান করবেন।
পরে বীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতার কার্যালয়ের আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুরে ‘‘গোধুলী বৃদ্ধাশ্রম’’ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করেন ও ‘‘গোধুলী বৃদ্ধাশ্রমে’’ আশ্রায়িত বৃদ্ধাদের শারিরিক খোজ-খবর নেন ও বস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
বিডি প্রতিদিন/এএ