কুমিল্লার দাউদকান্দিতে এক নারীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে তাদের গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
এর আগে সোমবার বিকালে উপজেলার হুগুলিয়া গ্রামে গণধর্ষণের ঘটনা ঘটেছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মিরাজ, অপু ও মোখলেছ।
দাউদকান্দি মডেল থানা পুলিশ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় হুগুলিয়া গ্রামের আশরাফের বাড়ির জঙ্গলের পাশে এক নারীর চিৎকার শুনে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে দাউদকান্দি মডেল থানা পুলিশ ওই নারীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বলেন, ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য কেউ জড়িত আছেন কিনা তদন্তের স্বার্থে ভুক্তভোগীর নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই