কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে এক আড়াই বছর বয়সী সুমাইয়া জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার আরিফুল ইসলামের কন্যা।
শিশুর স্বজন হেলাল উদ্দিন বলেন, মা রান্নার কাজে ব্যস্থ ছিল। এর ফাঁকে বাড়ির উঠান সংলগ্ন পুকুরে ওই শিশু পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এক পর্যায়ে ওই শিশুকে খুঁজতে গিয়ে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
বারবাকিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম