রংপুরে নকল জুস কারাখানার সন্ধান মিলেছে। সেখানে অভিযান চালিয়ে বিপুল নকল জুস ধ্বংস ও জুস কারখানার মালিককে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় হারাগাছ থানা এলাকার পূর্ব পোদ্দার পাড়া ও সাহেবগঞ্জ বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা ও জরিমানা করে। এতে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।
এই অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। তদারকি চলাকালীন শিশু খাদ্যের ভেজাল পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় (৪১ ধারায়) আরাফাত জুস কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ নকল জুস ধ্বংস করা হয়।
অপরদিকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুত ও সংরক্ষণ করায় আল্লাহর দান হোটেলকে ১ হাজার টাকা এবং দুলাল হোটেলকে এক হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিলির মাধ্যমে ব্যবসায়ী এবং ভোক্তাদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে অবহিত ও সচেতন করা হয়। এ তদারকি অভিযান পরিচালনায় সহায়তা করেন মেট্রোপলিটন পুলিশ ও ক্যাব।
বিডি প্রতিদিন/এমআই