আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ভালুকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, ভালুকা ইউপি চেয়ারম্যান সিহাব আমীন খান, বিরুনীয়া ইউপি চেয়ারম্যান সামছুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা আমিনুল ইসলাম চৌধুরী, উপজেলা দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার নন্দী মানিক প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল