নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে আশ্রয়ণ প্রকল্প থেকে রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত বিশ্ব খাদ্য কর্মসূচির রিলিফের ২২ মেট্রিক টন চাল গোপনে পাচারকালে সুবর্ণচর থেকে দুটি ট্রাকসহ জব্দ করা হয়েছে। এসময় দুই ট্রাকচালসহ তিনজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ট্রাকচালক পালিয়ে যায়।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের তোতার বাজার ও ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের মঞ্জু চেয়ারম্যান বাজার থেকে ২২ মেট্রিক টন চাল ভর্তি দুটি ট্রাকসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন-সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ এলাকার আবুল খায়েরের ছেলে ট্রাকচালক মো. শামীম (৩২), চর জুবলি গ্রামের আব্দুস সোবহানের ছেলে জব্দকৃত চালের মালিক দাবিদার মো. মনির (২৮) ও চর মজিদ গ্রামের আব্দুল হালিমের ছেলে ট্রাকচালক মো. ওসমান (১৯)।
মঙ্গলবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস।
বিডি প্রতিদিন/এমআই