স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি কার্যকর করার লক্ষ্যে তিন দিনব্যাপী জয়পুরহাটে বিশেষ সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে খাবার বড়ি, কনডম ও ইনজেকশনের ওপর মাঠ পর্যায়ে প্রচারণা কার্যক্রম ও বিশেষ সেবা ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারি এ বিশেষ সেবা ক্যাম্পে আয়োজন করে।
এ সময় সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী,জয়পুরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. একেএম জোবায়ের গালীব, জয়পুরহাট পরিবার পরিকল্পনা বিভাগের ডিসট্রিক্ট কনসালটেন্ট ডা. শীতেন্দ্র শেখর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলশী চন্দ্র রায়, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ