কক্সবাজারের উখিয়ায় অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত মাদকের মূল্য তিন কোটি টাকা।
আটককৃতরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের আব্দুস সালামের ছেলে মো. আলী হোসেন (৩৪), একই ক্যাম্পের শহিদুল্লাহ’র ছেলে মো. ইউনুস (৩৭) ও হাসু মিয়ার ছেলে মো. হোসেন আহম্মেদ (২৫)। আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার ভোরে সীমান্ত পিলার-৩৯ হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলি বেতবুনিয়া নামক স্থান থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
৩৪ বিজিবির অধিনায়ক কর্নেল মো. মেহেদি হোসাইন কবিরের স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। তিনি আরো বলেন, আটককৃত আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলায় আরো দুইজন আসামি পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন