কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার রাতে তাকে খুন্তির ছ্যাঁকা দেওয়া হয়। এ ঘটনায় রাতেই তার বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে তিতাস থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্থানীয় মাদলা গ্রামের শহিদ উল্লাহর মেয়ে খাদিজার চার মাস আগে বিয়ে হয় তিতাস উপজেলার মৌটুপি গ্রামের প্রবাসী সাদেক সরকারের ছেলে নাঈমের সঙ্গে। বিয়ের সময়ে যৌতুক হিসেবে তিন লাখ টাকা দেওয়া হয় নাঈমকে। পরে বিদেশ যাওয়ার কথা বলে বিভিন্নভাবে যৌতুক দাবি করে।
সবশেষ রবিবার রাতে নাঈম যৌতুক দাবি করে খাদিজাকে খুন্তির ছ্যাঁকা দেয়। এ ঘটনায় রবিবার রাতে খাদিজার বাবা শহিদ উল্লাহ বাদী হয়ে চারজনকে আসামি করে তিতাস থানায় অভিযোগ দাখিল করেন।
খাদিজা বলেন, আমার স্বামীর বাড়ির লোকজন যৌতুকের জন্য প্রতিনিয়ত আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। নির্যাতনের একপর্যায়ে আমাকে ও আমার পেটের সন্তানকে হত্যার উদ্দেশ্যে খুন্তির ছ্যাঁকা দিয়েছে। ঘটনার পর থানায় অভিযোগ দেওয়া হলে নাঈমসহ তার পরিবারের লোকজন আত্মগোপনে আছেন।
বিডি প্রতিদিন/এমআই