বান্দরবানে এক ব্যবসায়ীকে গলা কেটে খুনের দায়ে ৫ জনকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ আসামির মধ্যে রে অং মারমাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে নিজ এজলাসে এ রায় ঘোষণা করেন বান্দরবানের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইঁয়া।
রায়ে তিনি আসামীদের উচ্চ আদালতে আপিল করার সুযোগ রেখেছেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন উসিংনু মারমা, উবাসিং মারমা, চিং নু মং, মং নু মং এবং মং থু মারমা। তারা সবাই বান্দরবান সদর উপজেলার হ্লাপাইক্ষ্যং এলাকার বাসিন্দা।
বান্দরবানের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইকবাল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বান্দরবান সদর থানার মামলার বিচার শেষে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন। এসময় চিং নু মং নামে একজন আসামী আদালতে উপস্থিত ছিলেন। অন্যেরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই মামলা কার্যক্রম পরিচালিত হয়।
অ্যাডভোকেট ইকবাল করিম জানান, মৃত্যুদন্ড ছাড়াও আসামীদেরকে বাংলাদেশ দন্ডবিধি ২০১ ধারায় দোষী সাব্যস্থ করে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ মামলায় সরকার পক্ষে বান্দরবান জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইকবাল করিম এবং আসামী পক্ষে অ্যাডভোকেট কৌশিক দাশ গুপ্ত মামলা পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এএম