বরগুনার পাথরঘাটা থেকে ৪০০ কেজি (১০ মণ) হাঙর মাছ জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি ইজিবাইক থেকে এই হাঙরগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
জানা যায়, পাথরঘাটার উপজেলার দক্ষিণ কাঠালতলী বাজারে অপেক্ষমান একটি ইজিবাইক তল্লাশী করে এই হাঙর জব্দ করা হয়। পরে ইজিবাইকটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত হাঙরের বাজার মূল্য দশ লাখ টাকা। কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চালক ইজিবাইক রেখে পালিয়ে যায়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মুনিফ তকি জানান, অবৈধ হাঙর পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় একটি ইজিবাইকের চালক কোস্টগার্ডের সদস্যদের দেখে পালিয়ে গেলে রেখে যাওয়া ইজিবাইক তল্লাশি করে দশ মন হাঙর জব্দ করা হয়।
তিনি আরও জানান, বিকেলে হাঙরগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে তারা মাটি চাপা দিয়ে বিনষ্ট করে ফেলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ