বরিশাল-গোমা-বাকেরগঞ্জ সড়কে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ওই সড়কের বাকেরগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের সন্তোষদি গ্রামের নান্না মল্লিকের ছেলে নাজমুল মল্লিক (২০) ও একই গ্রামের মো. জসিমের ছেলে হাবিবুর রহমান রাব্বি (২০)। নাজমুল বরিশাল সরকারি বিএম কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র ছিল। অপরদিকে রাব্বি বিক্রয়কর্মীর চাকরি করতো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে সাগর পরিবহনের একটি বাস গোমা ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিলো। অপরদিকে ওই দুই যুবক সন্তোষদি গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে বরিশাল নগরীর উদ্দেশে যাচ্ছিল। বাসটি নিমতলা বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী ওই মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
চরাদি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য লোকমান হোসেন মৃধা জানান, বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়।
শের-ই বাংলা মেডিকেলের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহত দুই যুবক নাজমুল ও রাব্বিকে মৃত ঘোষণ করে বলে জানিয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে প্রেরণ করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা