ময়মনসিংহের ফুলপুরকে সিসিটিভির আওতায় আনা হচ্ছে। প্রাথমিকভাবে ফুলপুর পৌরসভাকে অপরাধমুক্ত রাখার লক্ষ্য নিয়ে কাজ করেছে ফুলপুর থানা প্রশাসন। গত ৭ সেপ্টেম্বর ময়মনসিংহের নতুন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ফুলপুর থানায় এসে এক মতবিনিময় সভায় বলেছিলেন পুরা ময়মনসিংহকে অপরাধমুক্ত রাখার লক্ষ্যে সিসিটিভির আওতায় আনা হবে। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে ফুলপুর পৌরসভার ৩২টি পয়েন্টে সিসিটিভি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ফুলপুর থানা প্রশাসন। আজ মঙ্গলবার পৌরসভার কদমতলা থেকে সাহাপুর পর্যন্ত ছনকান্দা, আমুয়াকান্দা, তালতলা, দিউ মোড় ও বাসস্ট্যান্ডসহ মোট ৩২টি পয়েন্টে সিসিটিভি প্রতিস্থাপনের কাজ শুরু করা হয়েছে। এগুলোর কন্ট্রোল রুম থাকবে থানা ভবনে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের নতুন এসপি মাছুম আহাম্মদ ভূঞার নির্দেশনায় এ কাজ হাতে নেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবরের মধ্যে তার ফিটিংসহ আনুষাঙ্গিক কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই আমরা উহা উদ্বোধন করতে পারবো। এ ব্যাপারে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিডি প্রতিদিন/এএ