মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সংবাদকর্মীদের সঙ্গে ‘মিডিয়া ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেসরকারি এনজিও ইনস্টিটিউট অফ ডেভেলোপমেন্ট অ্যাফেয়ার্সের (আইডিয়া) আয়োজনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সেমিনার কক্ষে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনে উপজেলার চা বাগানগুলোর চা শ্রমিকদের নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবহার, স্যানিটেশন ও তাদের দৈনন্দিন স্বাস্থ্য ব্যবস্থার উপর আলোচনা করা হয়।
‘আইডিয়া’র ওয়াস ফর টি প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক পঙ্কজ ঘোষ দোস্তিদার’র সঞ্চালনায় মিডিয়া ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন সাংবাদিক চৌধুরী নিহার রঞ্জন হোম। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাংবাদিক ইসমাইল মাহমুদ, দিপঙ্কর ভট্টচার্য লিটন, বিকুল চক্রবর্তী, সৈয়দ ছায়েদ আহমদ, আক্তার হোসেন শামিম, চৌধুরী ভাষ্কর হোম, সাইফুল ইসলাম, আতাউর রহমান কাজল, রজত শুভ্র চক্রবর্ত্তি, মামুন আহমেদ, নান্টু রায়, শিমুল তরফদার, আমজাদ হোসনে বাচ্চু, নূর মোহাম্মদ সাগর, ইব্রাহিম আলী ও আবুজার বাবলা।
বিডি প্রতিদিন/এমআই