খুলনার ডুমুরিয়ায় জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে বিল্ল মঙ্গল দাস (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিল্ল মঙ্গল ডুমুরিয়া উপজেলা বরাতিয়া (দাসপাড়া) গ্রামের মৃত বাবুরাম দাসের ছেলে।
জানা যায়, সকালে বিল্ল মঙ্গল জমিতে সার দিতে স্থানীয় ভায়ানার বিলে যায়। দুপুর ১২ টার দিকে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত হয়। এসময় জমিতে কাজ করা চাষিরা পাশের একটি ঘরে আশ্রয় নেয়। বিল্ল মঙ্গল সেসময় জমিতে সার দিয়ে ফিরছিলেন। হঠাৎ তার ওপর বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় ইউপি সদস্য পলাশ কুমার দাস জানান, দুপুর ১টা বেজে গেলেও বিল্ল মঙ্গল বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে মাঠে খুঁজতে যায়। সেখানে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তার লাশ বাড়িতে আনা হয়। তার শরীরে আঘাতে কোন চিহ্ন নেই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ