গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে সার্বজনীন শারদীয় দূর্গা পূজা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা ও চেক বিতরণ করা হয়। গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো: আব্দুল হান্নান, গাজীপুর মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার সাহা প্রমুখ।
দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন পূজা মন্ডপের মাঝে চেক বিতরণ করেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। অনুষ্ঠানে দূর্গা পূজা উদযাপনের জন্য ১১০টি মন্ডপের প্রত্যেকটিকে ২০ হাজার টাকা করে এবং লক্ষ্মী পূজা উদযাপনের জন্য ৫৮টি পূজা মন্ডপের প্রত্যেকটিকে ১০ হাজার টাকার করে চেক প্রদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ