‘পর্যটনে নতুন ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেসময় জেলা প্রশাসক মনিরা বেগম সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জেলায় পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বিভিন্ন খাতে। সেই খাত গুলোগে আগামীতে আরো সৌন্দর্য মন্ডিত করে তোলার জন্য সকলকে নিজ নিজ ক্ষেত্র থেকে কাজ করার আহবান জানান।
বিডি প্রতিদিন/এএ