আখের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে গুণগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন ও বিস্তার কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের প্রশিক্ষণ ভবনে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট।
এতে ওই এলাকার শতাধিক কৃষাণ-কৃষাণী, সুগার মিলের কর্মকর্তারা অংশ নেয়। দিনব্যাপী এই কর্মশালায় চিনি শিল্পের লোকসান বন্ধে ভালো জাতের আখবীজ উৎপাদন ও বিস্তার নিয়ে পরামর্শ প্রদাণ করা হয়।
কর্মশালায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান ভালো জাতের আখের বীজ তৈরী, সংগ্রহ ও বিস্তার নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদাণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল