পাহাড়ে সশন্ত্র সন্ত্রাসীদের চাঁদাবাজির কারণে পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন বাধাগ্রস্ত বলে মন্তব্য করেছেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, পার্বত্যাঞ্চল এখন সন্ত্রাসীদের চাঁদাবাজির আস্তানায় পরিনত হয়েছে। শান্তি চুক্তির পরও পাহাড়ের মানুষ এখনো অবৈধ অস্ত্রধারীদের কাছে জিম্মি। যেখানে উন্নয়ন সেখানেই দিতে হয় চাঁদা। চাঁদা না পেলেই চলে নির্যাতন। তিনি পাহাড়ে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মঙ্গলবার দুপুর ১টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরীর সভাপতিত্বে এতে রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, জেলা পরিষদ মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ উপস্থিত ছিলেন।
রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার আরও বলেন, রাঙামাটি পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। খুব শিগগিরই পর্যটন খাতে পরিবর্তন আসবে। আধুনিকায়ন করা হবে পর্যটন কেন্দ্রগুলো। একই সাথে কাপ্তাই হ্রদ ঘিরে যেসব পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে সেগুলোও তরান্বিত করা হবে।
আগে রাঙামাটি হেপিরমোড় চত্বরে কবুতর উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের সূচনা করেন দীপংকর তালুকদার। পরে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয় চত্বরে এসে শেষ হয়। এতে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তরুণ-তরুণীরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল